নীলফামারী প্রতিনিধি।। নীলফামারীতে মোমিনুল ইসলাম মোমিন(৩৫) নামে এক থাই ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।ওই ব্যক্তি ব্যবসায় লোকসান করে হতাশাগ্রস্ত হয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারেন বলে স্থানীয়দের দাবি।
শুক্রবার(২০ আগস্ট) দুপুরে জেলা শহরের সবুজপাড়াস্থ নিজ বাড়ির শয়ন ঘর থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
মোমিন সেখানকার সাব্বির আলীর ছেলে ও পেশায় থাই এ্যালুমিনিয়াম ব্যবসায়ী ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, শুক্রবার সকাল সাড়ে এগারটার দিকে মোমিনকে ডাকডাকি করেও সাড়াশব্দ না পেয়ে দরজা বন্ধ পাওয়া যায়। এ সময় ঘরের পেছনের জানালা দিয়ে তার ঝুলন্ত লাশ দেখতে পেলে বিষয়টি জানাজানি হয়।
নীলফামারী থানার ওসি আব্দুর রউফ জানান, খবর পেয়ে পুলিশ তার ঘর থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে। কোন অভিযোগ না থাকায় সুরতহাল রিপোর্ট নিয়ে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।তবে এ ব্যাপারে একটি অপমৃত্যু(ইউডি) মামলা হয়েছে।।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।