প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৪, ২০২৫, ৫:১৪ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৮, ২০২১, ৭:৫৪ অপরাহ্ণ
নীলফামারীতে ট্রেনে কা-টা পড়ে নি-হ-ত ৪

সুজন মহিনুল, নীলফামারী প্রতিনিধি>>
নীলফামারী সদরের কুন্দপুকুর ইউনিয়নের বউবাজার মনসাপাড়া নামক স্থানে ট্রেনে কাটা পড়ে তিন ভাই-বোনসহ ৪ জনের মর্মান্তিক মৃ-ত্যু হয়েছে।বুধবার(৮ ডিসেম্বর)সকাল ৮টা দিকে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন ওই গ্রামের রেজওয়ান আলী বড় মেয়ে রিমা আক্তার (১২), মেজো মেয়ে লিমা আক্তার (৮), ও ছোট ছেলে মমিনুর রহমান(৬) ও একই গ্রামের প্রতিবেশী মৃত আনোয়ার হোসেনের ছেলে শামীম হোসেন (৩০)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বাড়ির ধারে থাকা রেললাইনে সকালে খেলছিল ওই তিন ভাই বোন। এসময় চিলাহাটি থেকে আসা খুলনাগামী রকেট মেইল ট্রেন তাদের সামনাসামনি হলে প্রতিবেশী শামীম হোসেন ওই তিন ভাই বোনকে বাঁচাতে গেলে চার জনই ট্রেনে কাটা পড়ে নিহত হন। মর্মান্তিক এ ঘটনাটিকে কেন্দ্র করে এলাকাবাসী সকাল ৯টার দিকে চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী রূপসা এক্সপ্রেস ট্রেনটিকে আটক করে। পরে সকাল ১০টার দিকে ঘটনাস্থলে নীলফামারী পুলিশ সুপার মোখলেছুর রহমান এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে সাড়ে ১০টার দিকে ট্রেনটি চলে যায়।
সদর থানার ওসি আব্দুর রউপ বিষয়টি নিশ্চিত করে বলেন, সুরতহালসহ ময়না তদন্ত করে লা-শ দাফনের জন্য নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।পুলিশ সুপার(এসপি) ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত করে বিষয়টি দেখার জন্য রেলওয়ে কর্তৃপক্ষকে আহব্বান জানিয়েছেন।পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।
Design & Developmen By HosterCube