প্রিন্ট এর তারিখঃ মে ৫, ২০২৫, ৫:২১ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২৭, ২০২২, ৮:০৪ অপরাহ্ণ
নীলফামারীতে জ্বীনের বাদশা গ্রেফতার
![]()
নীলফামারী প্রতিনিধি।। জ্বী'নের বাদশা পরিচয়ে সমস্যা সমাধানের নামে লাখ লাখ টাকা হা'তিয়ে নেওয়ার অভিযোগে আফজাল ওরফে করিম (৫২)নামের প্র'তারককে অবশেষে গ্রেফতার করেছে নীলফামারী থানা পুলিশ।
বৃহস্পতিবার(২৬ মে)ভোরে তাকে গ্রেফতার হয় জেলা সদরের টুপামারী ইউনিয়নের কিসামত দোগাছি গ্রামের নিজবাসা থেকে। এই প্র'তারক উক্ত গ্রামের মৃত জনমামুদ ওরফে টনা মামুদের ছেলে।পুলিশের হাতে গ্রেফতার হওয়ার পর কথিত জ্বী'নের বাদশা এ বিষয়ে স্বীকারোক্তি দিয়েছে।সে জানায় নানাভাবে তারা কৌশলে আদায় করে লাখ লাখ টাকা।
অভিযোগ মতে,কথিত এই জ্বীনের বাদশা সর্বশেষ বিভিন্ন প্র'লোভন দেখিয়ে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার কাটনহারী আরাজী গ্রামের মৃতঃ আব্দুল জব্বারের ছেলে আশরাফ আলীর নিকট ৮ লাখ টাকা হা'তিয়ে নেয়। পাশাপাশি উক্ত জ্বী'নের বাদশা ভ'য়ভীতি দেখিয়ে আশরাফ আলীর পরিবারকে নীলফামারীর ডোমারে নিয়ে এসে ননজুডিশিয়াল স্ট্যাস্পে স্বাক্ষর করে ৩০ লাখ টাকা দাবি করে। এই টাকা না দিলে মামলা ও হ'ত্যার হু'মকি দেয়। ভুক্তভোগিরা এ ঘটনায় সময় চেয়ে নিয়ে টাকা দিতে রাজি হয়ে জ্বী'নের বাদশার চক্র থেকে ছাড়া পেয়ে ঘটনাটি নীলফামারী পুলিশকে অবগত করে।
পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান জানান, ঘটনাটি জানতে পেরে নীলফামারী সদর থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মাহমুদ উন নবী নেতৃত্বে পুলিশের একটি দল নিয়ে একটি কৌশল নেয়া হয়।সেই কৌশলে কথিত জ্বীনের বাদশাকে তার বাড়ি থেকে গ্রেফতার করতে সক্ষম হই আমরা।এ সময় তার কাছে বিভিন্ন ননজুডিশিয়াল স্টাম্প জব্দ করা হয়।
নীলফামারী থানার ওসি আব্দুর রউপ জানান, এ বিষয়ে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।
Design & Developmen By HosterCube