আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীতে জেলা রাইট টু ফুড ফোরাম ও পুষ্টি কমিটির সদস্যদের সাথে বার্ষিক পুষ্টি পরিকল্পনা বাস্তবায়ন ও পরবর্তী করণীয় বিষয়ক শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ইএসডিও জানো প্রকল্প আয়োজিত রবিবার (২৪ ডিসেম্বর) সকাল ১১টায় নীলফামারী সিভিল সার্জনের সম্মেলন কক্ষে জেলা কমিটির সভাপতি হাকিম মোস্তাফিজুর রহমান সবুজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডাঃ আবু হেনা মোস্তফা কামাল।
বিশেষ অতিথি হিসেবে নীলফামারী চেম্বার অব কমার্স অ্যাণ্ড ইন্ডাস্ট্রির এর সভাপতি সফিকুল আলম ডাবলু, বীর মুক্তিযোদ্ধা শিক্ষাবিদ আব্দুল গফ্ফার, জেলা প্রেসক্লাব সভাপতি তাহমিন হক ববি, জানো প্রকল্পের মাল্টি সেক্টোরাল পরিচালক গোলাম রাব্বানি, ইএসডিও প্রজেক্ট ম্যানেজার রেজওয়ানুর রহমান, ফোরামের সহ-সভাপতি আবু মুসা মাহামুদুল হক, সাংবাদিক মর্তুজা ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
উল্লেখ্য, জানো প্রকল্পটি ইউরোপীয় ইউনিয়ন এর অর্থায়নে অস্ট্রিয়ান ডেভেলাপমেন্ট কর্পোরেশন এর সহায়তায় কেয়ার ইন্টারন্যাশনাল ও প্লান ইন্টারন্যাশনাল এর কারিগরী সহায়তায় জাতীয় পর্যায়ের বে-সরকারী সংস্থা ইকো সোশ্যাল ডেভেলাপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) প্রকল্পটি ২০১৮ সালের ১সেপ্টেম্বর হতে রংপুর জেলার তারাগঞ্জ, কাউনিয়া, গংঙ্গাচড়া এবং নীলফামারী জেলার কিশোরগঞ্জ, নীলফামারী সদর, জলঢাকা ও ডোমার উপজেলায় একযোগে প্রকল্পটি সরকারের সমম্বিত পুষ্টি কার্যক্রমকে সহায়তা করে এলাকায় ব্যপক সাড়া জাগিয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।