নীলফামারী প্রতিনিধি॥ নীলফামারী জেলায় করোনা ভাইরাসের পরিস্থিতির বিষয়ে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার(২৯ মার্চ)বিকেলে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়। বিভিন্ন জাতীয় গণমাধ্যমের সাংবাদিকদের নিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে ওই অবহিতকরণ সভার আয়োজন করে জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী ও সিভিল সার্জন ডা. রনজিৎ কুমার বর্মন।
সভায় বক্তব্য দেন, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক আব্দুল মোতালেব সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম, জেলা ত্রান ও পূণর্বাসন কর্মকর্তা এস,এ হায়াত, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা আকতার, সাংবাদিক তাহমিন হক ববী, মীর মাহমুদুল হাসান, ভুবন রায় নিখিল, আতিয়ার রহমান, মিল্লাদুর রহমান মামুন প্রমুখ।
সভায় সিভিল সার্জন ডা. রনজিত কুমার বর্মন জানান, রবিবার(২৯মার্চ) পর্যন্ত জেলায় কোনো করোনা ভাইরাসের রোগী শনাক্ত হয়নি। জেলার বিদেশ ফেরত ৩৩১ জনের মধ্যে ১২৬ জনের হোম কোয়ারেন্টাইন সমাপ্ত হয়েছে। ২০৫ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। এছাড়াও জেলায় ৬টি অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে। জেলায় আইসোলেশন বিছানা রয়েছে ১৩৮টি। পাশাপাশি সাধারণ চিকিৎসার জন্য বিছানা আছে ৫৫০টি। এছাড়া জেলায় ১১১জন চিকিৎসক ও ১৭৩জন সেবিকা রয়েছে। কোভিড-১৯ আক্রান্ত ব্যক্তির চিকিৎসার জন্য চিকিৎসক ও সেবিকাদের জন্য পাওয়া গেছে ২৭৫টি পিপিই।
জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী বলেন, বর্তমান পরিস্থিতিতে কোনো মানুষই যাতে অনাহারে না থাকেন এজন্য সরকার বিশেষ বরাদ্দ দিয়েছেন। প্রয়োজন ভিত্তিক খাদ্য সহায়তায় জেলায় বরাদ্দ পাওয়া গেছে দুই শত মেট্রিক টন চাল ও নগদ নয় লাখ টাকা। এরই মধ্যে বিতরণের জন্য জেলার ৬ উপজেলা, ৪ পৌরসভা ও ৬০টি ইউনিয়নে পৃথক বরাদ্দ দেয়া হয়েছে এবং মজুদ রয়েছে ১৫৪ মেট্রিক টন চাল ও তিন লাখ টাকা। এছাড়া নিত্য পণ্যের বাজার নিয়ন্ত্রণ ও সামাজিক দূরত্ব বজায় রাখতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে, টহল দিচ্ছে পুলিশ, সেনাবাহিনী ও র্যাব।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক : মো. ওমর ফারুক, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।