আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি >>
নীলফামারীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে মুজিববর্ষব্যাপি “বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানো” কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
জেলা পরিষদ নীলফামারী আয়োজিত শনিবার (৯ অক্টেবর) দুপুরে শহীদ মিনার প্রাঙ্গণে উক্ত কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী। জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জননেতা জয়নাল আবেদীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে নীলফামারী-২ আসনের সাবেক সংসদসদস্য শামসুদ্দোহা আলম, নীলফামারী-১ আসনের সাবেক সংসদসদস্য এনকে আলম চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মোক্তারুজ্জামান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নারী নেত্রী মেহেরুন আক্তার পলিন, ডোমার উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরননবী, ডোমার উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক আল-আমিন রহমান প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনা শেষে খেতাবপ্রাপ্ত বীর বিক্রম ও বীর প্রতিক ৮জন মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করা হয়। এ সময় যুদ্ধকালীন সকল মুক্তিযোদ্ধা কমান্ডারগণ ও জেলা পরিষদের সদস্যগণ উপস্থিত ছিলেন। পরে জেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষক ও সদস্য সচিব রাকিবুল আলম শাহিনের নেতৃত্বে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।