আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীতে সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশের দুই ঊর্ধ্বতন কর্মকর্তার বদলীজনিত কারণে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
তাদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান তিনি পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়েছেন ।অপরদিকে সিনিয়র সহকারি পুলিশ সুপার (ডোমার-সার্কেল) জয়ব্রত পাল, অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি লাভ করেন।
গত শনিবার সকাল ১১টায় পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশের পক্ষ থেকে দুই কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, জনাব মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম,পিপিএম।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সাইফুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে, অতিরিক্ত পুলিশ সুপার (সদর- সার্কেল) এএসএম. মুক্তারুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর- সার্কেল) মোহাম্মদ সারোআর আলম, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মনিরুজ্জামান, ডোমার থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
এ ছাড়াও অনুষ্ঠানে জেলার সকল থানার অফিসার ইনচার্জ, ডিবি, ডিআইও ১, ট্রাফিক ইন্সপেক্টর, আর-আই, আরওআইসহ জেলার বিভিন্ন ইউনিটের সকল পদমর্যাদার অফিসারগণ উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার, মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম,পিপিএম বলেন, পেশাগত জীবনে বিদায়ী অতিথিরা অত্যন্ত প্রত্যয়ী,পরিশ্রমী, মেধাবী ,আত্মবিশ্বাসী ও সৎ পুলিশ কর্মকর্তা। নীলফামারী জেলা পুলিশ হতে শিক্ষণীয় কর্মকার্তারা তাদের নতুন কর্মস্থলে জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছানোর মাধ্যমে ভুক্তভোগী তথা সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে বাংলাদেশ পুলিশ দেশের অগ্রগতিতে বিশেষ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। আলোচনা শেষে বিদায়ী অতিথিদের সাফল্য কামনা করে স্মৃতি স্মারক ও ফুলেল শুভেচ্ছা দিয়ে বিদায়ী সংবর্ধনা জানান।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।