ডেস্ক রিপোর্ট :
যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে জাতীয় পার্টি (জাপা) নেতাদের বৈঠক শেষ হয়েছে। বৈঠক শেষে জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, নির্বাচনকালীন সরকারের বিষয়ে সরকার থেকে প্রস্তাব পেলে বিবেচনা করবে জাতীয় পার্টি।
সোমবার রাজধানীর একটি হোটেলে বৈঠক করে বিরোধীদল জাতীয় পার্টি। এসময় জিএম কাদেরের সঙ্গে আরও উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য মেজর রানা মোহাম্মদ সোহেল (অবঃ) ও চেয়ারম্যানের উপদেষ্টা মাসরুর মওলা।
বৈঠক শেষে জিএম কাদের আরও বলেন, আমরা নির্বাচনে যাবো না এমন কিছু বলিনি। সামনে পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেব।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।