ঝিনাইদহ প্রতিনিধিঃ
জনগণের দুঃখ লাঘব করতে কোন প্রকল্প ছাড়াই ব্যক্তিগত ফাণ্ড থেকে ১৭ নং নলডাঙ্গা ইউপি চেয়ারম্যান কবির হোসেন রাস্তা মেরামত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। নলডাঙ্গা ইউনিয়নের কাঁচা -পাকা রাস্তাগুলো চলাচলের অনুপযোগী হওয়ার কারণে ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে গ্রামীণ সড়ক ও বাজার মেরামতের কাজে নিজেকে নিয়োজিত করেছেন। ২৮ সেপ্টেম্বর সকালে থেকে বিকালে বিভিন্ন সড়কে ট্রাক ভর্তি ঈটের গাড়ি খানা- গর্ত ভড়াটে সময় পার করতে দেখা গেছে শ্রমিকদের। প্রত্যক্ষভাবে তদারকিও করেছে চেয়ারম্যান কবির নিজেই।
স্থানীয় জনগণ বলেন,খানা,গর্ত ও কাঁদার হাত থেকে বাঁচা যাবে, খুব ভাল কাজ করেছে চেয়ারম্যান সাহেব তবে কিছু জায়গা এখনো বাদ আছে। তার চিন্তা ভাবনা রয়েছে অবশিষ্ট রাস্তাগুলো তিনি মেরামত করবেন যাতে করে তার ইউনিয়নের জনসাধারণের চলাচলে সমস্যা না হয়। সারাদিন সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা সমাধানের কাজে ব্যস্ত থাকেন।
চেয়ারম্যান কবির হোসেন বলেন,জনগণকে নিয়ে চিন্তা করি সবসময়। নলডাঙ্গা বাজারসহ ইউনিয়নের বেশ কিছু জায়গা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল তাই এগিয়ে এসেছি। জনগণের সাথে ছিলাম, থাকব সবসময়। গ্রামীণ সড়ক মেরামত করার কারণে গ্রাম্য জনগণের কষ্ট অনেকটাই কমবে এমনটি মনে করেন স্থানীয় জনগণ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।