তারেক জাহিদ, ঝিনাইদহঃ
নিউজ প্রকাশের পর ঝিনাইদহে সড়কে মাটি রেখে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অপরাধে ইট ভাটা মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসকের নির্দেশনা মোতাবেক মঙ্গলবার দুপুরে সদর উপজেলার গিলাবাড়িয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) খান মোঃ আব্দুল্লা আল মামুন বলেন, সড়কে মাটি রেখে জনগণের ভোগান্তি, যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অপরাধে গিলাবাড়িয়া এলাকার কিংশুক ভাটা মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরও বলেন, এছাড়াও বৃষ্টির সময় প্রত্যেক ভাটা মালিককে সড়কের পাশে মাটি পরিবহণ না করা এবং সড়কের ওপর থেকে মাটি সরিয়ে নেওয়াসহ রাস্তায় বৃষ্টিতে জমে থাকা কাঁদা ১ ঘন্টার মধ্যে পানি দিয়ে পরিস্কার করার নির্দেশ দেওয়া হয়।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।