আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা ॥ “বিশ্বমানের রোগ নির্ণয় ও উন্নত স্বাস্থ্য সেবা প্রদানের অঙ্গীকার নিয়ে“নাসিরনগর সেবা ডায়াগনস্টিক সেন্টার”এর উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার সকালে উপজেলা সদরের ঈদগাহ্ সংলগ্ন দত্ত বাদ্রার্স ভবনে মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে মনোমুগ্ধকর পরিবেশে সেবা ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন করা হয়। সেবা ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান মো: কায়কোবাদ চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোহাম্মদ জিতু মিয়া। স্বাগত বক্তব্য রাখেন সেবা ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ডা: জোনায়েত খাঁ। পরে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।দোয়া মাহফিল পরিচালনা করেন প্রভাষক মাওলানা মো: এখলাছুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে ডায়াগনস্টিক সেন্টারের পরিচালকগণ,ব্যবসায়ী,.সাংবাদিক,জনপ্রতিনিধি,বিভিন্ন ঔষধ কোম্পানীর প্রতিনিধিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ডা: জোনায়েত খাঁ জানান, 'সাধারণ মানুষের চিকিৎসাসেবার কথা ভেবে উন্নতমানের চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করতে এটি আমাদের ক্ষুদ্র প্রয়াস।এখানে মেডিসিন,গাইনি,নাক,কান,গলা,চক্ষু,চর্ম ও যৌন রোগ,অর্থোপেডিক্স চিকিৎসা সেবার পাশাপাশি পরীক্ষা- নিরীক্ষার ব্যবস্থা রয়েছে। যেখানে রোগী একই স্থানে পাবেন সকল পরীক্ষা ও চিকিৎসা সেবা । তাছাড়া এ সেন্টারে দু:স্থ ও গরীব মানুষের জন্য বিশেষ ছাড় থাকবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।