প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৫, ২০২৫, ৯:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৫, ২০২১, ৭:৪৪ অপরাহ্ণ
নাসিরনগর উপজেলা সমিতির অভিষেক ও বার্ষিক আনন্দ ভ্রমণ সম্পন্ন
আকতার হোসেন ভূইঁয়া,নাসিরনগর,( ব্রাহ্মণবাড়িয়া )সংবাদদাতা>>
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হয়েছে ব্রাহ্মণবাড়িয়াস্থ নাসিরনগর উপজেলা সমিতির অভিষেক ও বার্ষিক আনন্দ উৎসব। আজ শনিবার নরসিংদীর ড্রিম হলিডে পার্কে সমিতির সকল সদস্যদের নিয়ে এ অভিষেক ও আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়।
অভিষেক ও আনন্দ উৎসবে সমিতির সভাপতি অ্যাডভোকেট মোঃ আবিদ উল্লাহ ,সাধারণ সম্পাদক মো: জয়নাল আবেদীন ছাড়াও আরো উপস্থিত ছিলেন উপদেষ্টা ডা: মেজবাহ উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট আলী আজম চৌধুরী, শেখ হুমায়ুন কবীর, সিনিয়র সহ সভাপতি আলমগীর হোসেন,সহ সম্পাদক স্বপন কুমার দেবনাথ,অ্যাডভোকেট মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ইমদাদুল হক হাদী,উত্তম সূত্রধর,অর্থ সম্পাদক নুরুল ইসলাম মচু,দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন, প্রচার সম্পাদক আলমগীর হোসেন, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট একেএম আহসানুল হক, আপ্যায়ন সম্পাদক মাহমুদুল হক, ক্রীড়া সম্পাদক অ্যাডভোকেট মিজানুল হক, সাংস্কৃতিক সম্পাদক রহমত আলী, ছাত্র বিষয়ক সম্পাদক এডভোকেট আবু বকর সিদ্দিক,অডিট বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আরাফাত উল্লাহ, চিকিৎসা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ জামাল উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট মহিউদ্দিন চৌধুরী শরীফ, সুজিত রায়সহ সংগঠনের নেতৃবৃন্দ।
আজ শনিবার সকাল থেকে শুরু হওয়া এ অভিষেক ও আনন্দ ভ্রমণে যোগ দেন সমিতির সদস্যরা। বছরের একটি দিন সদস্যরা নিজেদের মতো করে আনন্দ করেন এমিউজমেণ্ট এই পার্কে। সকালে পার্কে প্রবেশ করে যে যার মতো করে আনন্দ করেন। পরে মল্লিকায় সমিতির সভাপতি অ্যাডভোকেট মোঃ আবিদ উল্লাহ'র সভাপতিত্বে অনুষ্ঠিত হয় অভিষেক অনুষ্ঠান। এতে বক্তব্য রাখেন সমিতির নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে র্যাফেল ড্র এর মাধ্যমে সমিতির ২০জন সদস্যকে পুরস্কৃত করা হয়। দুপুরে লাঞ্চের পরই শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সংগীত পরিবেশনের সময় সমিতির সদস্যরা নেচে-গেয়ে উৎসব করেছেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।
Design & Developmen By HosterCube