আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা ॥ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুন,তাঁর মেয়ে,বোন,গৃহপরিচারিকা ও গাড়ী চালক করোনা আক্রান্ত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেয়া নমুনা পরীক্ষায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও তাঁর ড্রাইভার আবুল কাশেমের করোনা পজিটিভ আসে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ অভিজিৎ রায় এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান,এর আগে ইউএনও হালিমা খাতুনের কন্যা,বোন ও গৃহপরিচারিকার করোনা পজিটিভ আসে। সোমবার ইউএনও হালিমা খাতুনের শরীরের অসুস্থতা দেখা দিলে মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি ও গাড়ী চালক নমুনা দেন। টেস্ট রিপোর্টে তাদের করোনা পজিটিভ আসে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুন মোবাইল ফোনে সত্যতা নিশ্চিত করে জানান,তিনিসহ তার পরিবারের সকলেই বাসায় আইসোলেশনে আছেন। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।