আকতার হোসেন ভূঁইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা ॥“হাতের নাগালে কম খরচে উন্নত চিকিৎসা’ এই শ্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর আধুনিক হাসপাতাল প্রাইভেট লিমিটেড –এর ১০ তম বার্ষিক সাধারণ সভা,মতবিনিময় ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার(১৬ জানুয়ারি) হাসপাতালের চেয়ারম্যান ও অর্থ পেডিকস বিশেষজ্ঞ সার্জন ডা. ইসরার কামালের সভাপতিত্বে নিবার্হী পরিচালক রায়হান আলী ভূইয়ার পরিচালনায় হাসপাতালের সভাকক্ষে অনুষ্ঠিত হয় । সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্যবস্থাপনা পরিচালক ও নাক,কান গলা বিশেষজ্ঞ সার্জন ডা.রোকন উদ্দিন ভুইয়া,পরিচালক ও সাবেক উপ-সচিব মেজবাহ উদ্দিন মিনু, এডভোকেট নাসির উদ্দিন,হাজ্বী রিয়াজ উদ্দিন আহমেদ,দিলীপ দাস, জগদীশ সরকার,ফরহাজদুক ভুইয়া,রতীশ রায়,স্বপন দেবনাথ,অপ্পা মোদক,বীরেন্দ্র বিশ্বাস প্রমুখ । সভায় পরিচালক বৃন্দ উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করে হাসপাতালের সার্বিক উন্নয়ন ও উন্নত স্বাস্থ্যসেবা প্রদানের ব্যাপারে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন। সভা শেষে সভায় ভাল কাজের জন্য উৎসাহমূলক হাসপাতালের কর্মচারীদের মধ্যে বার্ষিক পুরস্কার প্রদান করা হয়।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।