আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা ॥
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে করোনা সংক্রমণে ‘লকডাউনে’দরিদ্র,দুস্থ,অসচ্ছল ও কর্মহীন ২০ টি পরিবারকে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। তারা ৩৩৩ নম্বরে মাত্র একটি কলেই পেয়েছে এসব খাদ্য সহায়তা। আজ বুধবার সকালে ৭টি পরিবারের মাঝে এসব খাদ্য সহায়তা বিতরণ করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা হালিমা খাতুন। এসময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিশ্বজিৎ দাস ও উপ-সহকারী প্রকৌশলী শম্ভু নাথ আচার্য্যসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি,এক লিটার তেল,এক কেজি লবণ,এক কেজি ডাল। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে বরাদ্দ দেওয়া ৩৩৩ নম্বরে মাত্র একটি কলেই মিলেছে ত্রাণ সামগ্রী।
উপজেলা নিবার্হী কর্মকর্তা হালিমা খাতুন বলেন,আগেও আমরা কর্মহীন মানুষকে সহযোগিতা করেছি। ৩৩৩ নম্বরে ফোন করলে বিষয়টিতে আমরা গুরুত্ব দেই। স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে যাচাই-বাছাই করে প্রকৃত অসহায়দের খাদ্য সহায়তা করা হয়।এটি একটি চলমান প্রক্রিয়া।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।