আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা ॥ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দুঃস্থ ও অসচ্ছল মানুষদের মধ্যে বস্ত্র উপহার বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার সকালে উপজেলার কুন্ডা শ্রীরামকৃষ্ণ আশ্রমের প্রতিষ্ঠাতা অমূল্য কুমার দত্তের স্ত্রী শ্রীমতি উমা দত্তসহ তার পরিবারের সুচেতা দত্ত,রুমা দত্ত,ঝুমা দত্ত ও রিমি দত্তের আর্থিক সহযোগিতায় এসব বস্ত্র বিতরণ করা হয়।
কুন্ডা শ্রীরামকৃষ্ণ আশ্রমের আয়োজনে আশ্রমের সহ-সভাপতি বিশ্বনাথ রায়ের সভাপতিত্বে সম্পাদক সুশেন সরকারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুন্ডা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট নাছির উদ্দিন ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন আশ্রমের সহ-সভাপতি ও প্রাক্তন শিক্ষক কনক ভূষণ রায়,আশ্রমের সহ-সভাপতি ও পল্লী চিকিৎসক বিধূ ভূষণ চৌধুরী, জালাল মীর, কুন্ডা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাবেক মেম্বার দীনেশ সরকার,সম্পাদক সুজন দাস,গৌর চান সরকার,সুকেশ সরকার,কেশব দাস,মানিক দাস। অনুষ্ঠানে কুন্ডা ইউনিয়নের ২০০ জন দুঃস্থ ও অসচ্ছল নারী ও পুরুষের মধ্যে শাড়ি ও লূঙ্গী বিতরণ করা হয়। এসময় কুন্ডা শ্রীরামকৃষ্ণ আশ্রমের সদসবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।