আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা ॥ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ১৫ কেজি গাঁ'জাসহ তিন নারীকে গ্রেফতার করেছে পুলিশ । আজ শুক্রবার (২৮ এপ্রিল) দুপুরে উপজেলার গোর্কণ বেরিবাঁধ এলাকা থেকে তাদেরকে গ্রে'ফতার করা হয়।
আটকরা হলেন ভৈরব উপজেলার কালিকা প্রসাদ (নয়াহাটি) গ্রামের মোঃ সোহেল মিয়া স্ত্রী আমেনা বেগম (৩৫), -ভৈরবপুর (উত্তর পাড়া) গ্রামের মোঃ জারু মিয়ার স্ত্রী রাশেদা বেগম (৬০), ভৈরবপুর (উত্তর পাড়া) গ্রামের মৃত বিল্লাল মিয়ার স্ত্রী লাকী বেগম (২৮)।
পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে নাসিরনগর থানার এস.আই আরিফুর রহমান সরকারের নেতৃত্বে একদল পুলিশ গোকর্ণ ইউনিয়নের গোকর্ণ বেরিবাঁধ থেকে বিশ্বরোড যাওয়ার পথে গাঁ'জাসহ তিন নারীকে গ্রে'ফতার করে।এ সময় তাদের কাছ থেকে ১৫ কেজি গাঁ'জা উদ্ধার করা হয়।
এস.আই আরিফুর রহমান সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। গ্রেফতার দেখিয়ে আগামীকাল শনিবার সকালে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হবে ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।