আকতার হোসেন ভূইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা ॥ আসন্ন শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় ১৫২টি পূজা মণ্ডপে জিআর ৭৫.৫ মেট্রিক টন চালের অনুদানের ডিও বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত তহবিল হতে সহায়তা প্রদান অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য ও সমাজ কল্যাণ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন সংগ্রাম প্রতিটি মণ্ডপে ৫০০ কেজি করে ডিও বিতরণ করেন।
এসময় তিনি প্রধান অতিথির বক্তব্যে সবাইকে আসন্ন শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে বলেন,বাংলাদেশ সম্প্রদায়িক সম্প্রীতির দেশ।আইনশৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি কোন অ'শুভ শক্তি যেন এই আনন্দমুখর পরিবেশের বিঘ্ন ঘটাতে না পারে সে জন্য সবাইকে সর্তক থাকতে হবে এবং বাধ্যতামূলক সিসি ক্যামেরা স্থাপন করতে হবে। উপজেলা চেয়ারম্যান রাফিউদ্দিন আহমেদের সভাপতিত্বে উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নির্মল চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার,থানার অফিসার ইনচার্জ হাবিবুল্লাহ সরকার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অসিম কুমার পাল ও সাধারণ সম্পাদক লতিফ হোসেন,উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অনাথবন্ধু দাস। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ১৩টি পূজা মণ্ডপে ৪ হাজার টাকা করে ও ১ জন অসচ্ছল ব্যক্তিকে ৮ হাজার ৫‘শ টাকা এবং ১ টি দূর্গা মন্দিরে ৩০ হাজার টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়। সভায় ১৫২ টি পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ জনপ্রতিনিধি,আওয়ামীলীগের দলীয় নেতৃবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।