আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা ॥ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ও আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ ভবনের সম্মেলন কক্ষে উপজেলা নিবার্হী কর্মকর্তা মো: ফখরুল ইসলামের সভাপতিত্বে সভায় উপজেলা চেয়ারম্যান ও আইন- শৃঙ্খলা কমিটির উপদেষ্টা ডাঃ রাফিউদ্দিন আহমেদ,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার,সহকারী কশিনার (ভূমি) মোনাব্বর হোসেন,থানার অফিসার ইনচার্জ হাবিবুল্লাহ সরকার,উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মিজানুর রহমান,ইউপি চেয়ারম্যান ইকবাল চৌধুরী,ইউপি চেয়ারম্যান মো: জিতু মিয়া,ইউপি চেয়ারম্যান ফারুকুজ্জামান,ইউপি চেয়ারম্যান পুতুল রানী দাস,ইউপি চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহীন,ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা কার্ত্তিক চন্দ্র দাস,সাবেক পূজা উদযাপন কমিটির সভাপতি কাজল জ্যোতি দত্ত,উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অনাথবন্ধু দাস,সাধারণ সম্পাদক নির্মল চৌধুরী,সাংবাদিক আকতার হোসেন ভূইয়াসহ পূজা মণ্ডপের সভাপতি-সম্পাদকগণ বক্তব্য রাখেন। সভায় ১৫১টি মণ্ডপে সিসি ক্যামেরা বাধ্যতামূলক,সেচ্ছাসেবক রাখার বিষয়সহ আইন-শৃঙ্খলা বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে গুরুত্ব আরোপ করেন ও সিদ্ধান্ত গৃহীত হয়।
এছাড়াও সভায় সদ্য যোগদানকৃত নবাগত ইউএনও মো: ফখরুল ইসলাম অপরাধ প্রবণতা বন্ধে ও আইন-শৃঙ্খলা উন্নয়নের পাশাপাশি নাসিরনগর উপজেলার সার্বিক উন্নয়ন অগ্রযাত্রায় সকলের ইতিবাচক সহযোগিতা কামনা করেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।