এমপি বিএম ফরহাদ হোসেন সংগ্রামের পরিদর্শন
আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ১২৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। শিশুদের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ সৃষ্টির লক্ষ্যে নির্বাচনকে কেন্দ্র করে ক্ষুদে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা বিদ্যালয় আঙ্গিনায় সাদা-কালো ও কালার পোস্টার সাটিঁয়েছেন। সকালে নাসিরনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন পরিদর্শন করেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মো: ফরহাদ হোসেন সংগ্রাম এমপি। পরিদর্শনকালে তিনি বলেন, জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের প্রশংসনীয় উদ্যোগ গুলোর মধ্যে এটা অন্যতম। শিক্ষাজীবনের প্রাথমিক স্তর থেকেই গণতন্ত্র চর্চা ও গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তোলার পাশাপাশি বিদ্যালয়ে সুন্দর পরিবেশ সৃষ্টিতে শিক্ষকদের সহায়তা করা,দক্ষ নেতা ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রাথমিকেও স্টুডেন্টস কাউন্সিল গঠনের গুরুত্ব অপরিসীম। এসময় উপজেলা চেয়ারম্যান রাফিউদ্দিন আহমেদ,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার,সদর ইউপি চেয়ারম্যান পুতুল রানী দাস,উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: ইকবাল মিয়া,উপজেলা রির্সোস কর্মকর্তা মাহবুবুর রহমান,সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা রবিউল আলম,মাজারুল হুদাসহ বিদ্যালয়ে শিক্ষকবৃন্দ ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যরা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়,সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত এক যোগে উপজেলা ১২৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। তৃতীয় শ্রেণি থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা এ নির্বাচনে ভোট প্রদান করেন। নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করার লক্ষ্যে শিক্ষার্থীদের মধ্য থেকেই নির্বাচন কমিশনার, প্রিজাইডিং,পোলিং কর্মকর্তা এবং নিরাপত্তার কাজে পুলিশ ও আনসার সদস্যের দায়িত্ব নির্বিঘ্নে পালন করেন। তৃতীয়,চর্তুথ ও পঞ্চম শ্রেণি থেকে সাত জন প্রার্থী জয়ী হয়। তারা স্বাস্থ্য,বন ও পরিবেশ বিষয়ক,পরিস্কার- পরিচ্ছন্নতা,আপ্যায়নসহ সাতটি বিষয়ে দায়িত্ব পালন করবেন বলে উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: ইকবাল মিয়া জানান।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।