আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা ॥“একের রক্ত অন্যের জীবন,রক্তই হোক আত্মার বাঁধন”এই শ্লোগান নিয়ে সামাজিক কর্মকান্ড ও মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্যে প্রতিষ্ঠাকালীন সময়কে স্মৃতি হিসেবে ধরে রাখতে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে স্বেচ্ছায় রক্তদান সংস্থার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও স্বেচ্ছাসেবী মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার দুপুরে উপজেলার ঐতিহ্যবাহী হরিপুর রাজবাড়ি প্রাঙ্গণে এ মিলনমেলার আয়োজন করে সংস্থাটি। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
স্বেচ্ছায় রক্তদান সংস্থার উপদেষ্টা মো: হাবিবুর রহমানের সভাপতিত্বে ব্লাড ফর লাইফ ইন এর পরিচালক সুফল মোদকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হরিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: ফারুক মিয়া। বিশেষ অতিথি ছিলেন স্বেচ্ছায় রক্তদান সংস্থা উপদেষ্টা মো: সাদেক মিয়া,শামিম আহমেদ,মাধবপুর তিতাস জেনারেল হাসপাতালের পরিচালক প্রাণতোষ দাস,ইনসাফ ডায়াগন্টিকসেন্টারের পরিচালক আহসানুল হক সানি।
সংস্থার কার্যক্রম ও অগ্রগতি তুলে ধরে বক্তব্য রাখেন,স্বেচ্ছায় রক্তদান সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি আকাশ চৌধুরী,সাধারণ সম্পাদক পিয়াস চক্রবর্তী,মাহবুবুর রহমান কাশেম,ওবায়েদুল হক খসরু,হৃদয় আহমেদ,তইমুজ আলী বোরহান উদ্দিন,মজিবুর রহমান ও সানি রহমান।
অনুষ্ঠানে স্বেচ্ছায় রক্তদান সংস্থাকে আর্থিক সহযোগিতা করার পাশাপাশি সমাজে সেবা,অসহায় মানুষের পাশে দাঁড়ানো ও সামাজিক কাজে অবদান রাখায় উপস্থিত অতিথিদেরকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানায় এবং ৩য় বছরে পর্দাপনের কেক কাটেন স্বেচ্ছায় রক্তদান সংস্থার সদস্যরা।
উল্লেখ্য,২০২১ সালে ৪ নভেম্বর স্বেচ্ছায় রক্তদান সংস্থা প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সংস্থাটি একের পর এক ব্যতিক্রমী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। স্বেচ্ছায় রক্তদান,রক্তদানে উৎসাহিতকরণ,বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়,অসহায় মানুষের পাশে দাড়াঁনোসহ নানা কর্মসূচি নিয়ে কাজ করে যাচ্ছে সামাজিক এই স্বেচ্ছায় রক্তদান সংস্থাটি। অনুষ্ঠানে স্বেচ্ছায় রক্তদান সংস্থার নেতৃবৃন্দসহ বিভিন্ন এলাকা থেকে আগত রক্তদান সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।