আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি ॥ দীর্ঘদিন পর বন্ধুদের এক সঙ্গে পেয়ে তারুণ্য ফিরে পেয়েছেন এসএসসি-২০০৪ ব্যাচের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার(১৮ জুন) সকালে বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে গোকর্ণ সৈয়দ ওয়ালী উল্লাহ স্কুল এন্ড কলেজ চত্বরে দিনব্যাপী জাঁকজমকপূর্ণ আয়োজনে উদযাপিত হল নাসিরনগর উপজেলার ঐতিহ্যবাহী গোকর্ণ সৈয়দ ওয়ালী উল্লাহ স্কুল এন্ড কলেজ এর এসএসসি -২০০৪ ব্যাচের ঈদ পুনর্মিলনী ও শিক্ষক সম্মাননা,বন্ধুদের স্মৃতিচারণ,র্যাফল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান। পুরোনো দিনের স্মৃতিচারণ সকলকে যেনো ফিরিয়ে নিয়ে যায় স্কুল-কলেজের জীবনে। দুপুরে গোকর্ণ সৈয়দ ওয়ালী উল্লাহ স্কুল এন্ড কলেজ চত্বরে আলোচনা সভা ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গোকর্ণ সৈয়দ ওয়ালী উল্লাহ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) সঞ্জিব কুমার দেবের সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসএসসি -২০০৪ ব্যাচের শিক্ষার্থী সৈয়দ আরিফুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন গোকর্ণ সৈয়দ ওয়ালী উল্লাহ স্কুল এন্ড কলেজের গভার্নিং বডির সভাপতি এডভোকেট মো: লিয়াকত আলী,অবসর প্রাপ্ত শিক্ষক এনামুল খাঁ,শিক্ষক প্রদীপ চন্দ্র দাস, মো: আবদুল আলী,কাজী ইসমাইল,সাংবাদিক আকতার হোসেন ভূইয়া,এসএসসি -২০০৪ ব্যাচের শিক্ষার্থী মোর্শেদ জাহিদ,সৈয়দ মুজিলা জাহান,সমর দেব,বশির আহমেদ,নয়ন দেব প্রমুখ। অনুষ্ঠানে গোকর্ণ সৈয়দ ওয়ালী উল্লাহ স্কুল এন্ড কলেজের ১৩ শিক্ষককে সম্মাননা প্রদান করা হয়।
সভায় গোকর্ণ সৈয়দ ওয়ালী উল্লাহ স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা সৈয়দ ওয়ালী উল্লাহসহ প্রয়াত শিক্ষকদের ম্মরণে এক মিনিট নীরবতা ও বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন এসএসসি -২০০৪ ব্যাচের শিক্ষার্থী মীর মোশারফ হোসেন।
এসময় এসএসসি -২০০৪ ব্যাচের শিক্ষার্থীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন । অনুষ্ঠানে দেশ-বিদেশে থাকা ব্যবসায়ী,রাজনীতিবিদ,গায়ক,চাকরিজীবীসহ নানা পেশায় নিয়োজিত প্রায় ৮০ জন ব্যক্তি অংশগ্রহণ করেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক : মো. ওমর ফারুক, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।