আক্তার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা >>
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সাপ আতঙ্ক নিয়ে উপজেলা নিবার্হী কর্মকর্তা হালিমা খাতুন এক প্রেস বিফ্রিং করেছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সাংবাদিকদের প্রেস বিফ্রিং করেন।
প্রেস বিফ্রিংয়ে নাসিরনগর উপজেলা নিবার্হী কর্মকর্তা হালিমা খাতুন বলেন, উপজেলা সদরের দত্তবাড়ি এলাকায় সাপের আতঙ্কের বিষয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। ফলে মানুষের মধ্যে আতঙ্ক বেড়ে যায়। তাই ২১ নভেম্বর থেকে উইল্ড লাইফ এন্ড স্ন্যাক রেসকিউ টিম এন বাংলাদেশ এর সাধারণ সম্পাদক শাহজাহানের নেতৃত্বে একটি টিম উপজেলা সদরের দত্তবাড়ি এলাকায় চারদিন ব্যাপী সাপ উদ্ধারে কাজ করেন। বাড়ির আশেপাশের বিভিন্ন স্থানে সরজমিনে খোঁজ করেও সাপের কোন অস্তিত্ব পায়নি। তবে দত্তবাড়ির ইটের স্তপ থেকে ২৬টি নষ্ট ডিমের খোলস উদ্ধার করেছে। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই,পুরোদমে ধান কাটা চলছে,এখানে কাজের কোন স্থবিরতা নেই। তাই এলাকাবাসীকে সাপ নিয়ে আতঙ্কিত না হওয়ার আহবান জানান তিনি।
উইল্ড লাইফ এন্ড স্ন্যাক রেসকিউ টিম এন বাংলাদেশ এর সাধারণ সম্পাদক শাহজাহান জানান, ২১ নভেম্বর থেকে ঘটনাস্থলের ৫‘শ মিটার জায়গা পর্যন্ত পরীক্ষা নিরীক্ষা করে সাপের কোন সন্ধ্যান পায়নি। ২৬টি নষ্ট ডিমের খোলস উদ্ধার করা হয়েছে। এতে জনগণ আতঙ্কিত হওয়ার কিছু নেই।
প্রেস বিফ্রিংয়ের পূর্বে উপজেলা চেয়ারম্যান রাফি উদ্দিন আহমেদ,উইল্ড লাইফ এন্ড স্ন্যাক রেসকিউ টিম এন বাংলাদেশ এর সাধারণ সম্পাদক শাহজাহান,এসআরসিসি‘র প্রতিনিধি তৌফিক হাসান হিমু, পতীক দত্ত বক্তব্য রাখেন। এসময় জেলা ও উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।