আকতার হোসেন ভূইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা ॥ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের রতনপুর গ্রামে একটি সরকারি রাস্তায় দেওয়াল নির্মাণ করায় মানুষের চলাচলে বিঘ্ন ঘটানোর অভিযোগ ওঠেছে এক প্রভাবশালীর বিরুদ্ধে। এ ঘটনায় শনিবার (২৯ জুলাই) দুপুরের দিকে চার গ্রামের ভূক্তভোগী মানুষ সরকারি রাস্তা দ'খলমুক্ত করে জনসাধারণের চলাচল স্বাভাবিক করতে মানববন্ধন করেছে। এ সময় তারা অবিলম্বে দেওয়াল ভেঙ্গে দিয়ে চার গ্রামের মানুষের চলাচলের রাস্তাটি উন্মুক্ত করার দাবি জানান।
মানববন্ধনে স্থানীয়রা দাবি করেন, চাতলপাড় ইউনিয়নের জমিদার নিরদ রঞ্জন পাল স্থানীয়দের চলাচলের সুবিধার্থে প্রায় ১৯২০ সালের দিকে ৭১২ দাগের রাস্তাটি স্থানীয়দের জন্য উন্মুক্ত করে দেয়। সেই থেকে শতবছর ধরে এই রাস্তাটি সরকারিভাবে পতইর,কৈরালপুর,আনন্দপাড়া ও পশ্চিমপাড়াসহ চার গ্রামের কয়েক হাজার মানুষ ব্যবহার করে আসছে।
রতনপুর অবসর প্রাপ্ত শিক্ষক জহিরুল ইসলাম দাবি করে বলেন, 'আমরা একশ বছর ধরে এই সরকারি রাস্তা ব্যবহার করে আসছি। কিন্তু সম্প্রতি অহিদুর রহমান স্থানীয় তহশীল অফিসকে ম্যানেজ করে রাতের আধারে দেয়াল নির্মাণ করে চলাচলের পথ বন্ধ করে দিয়েছে। গ্রামের মানুষের চলাচলের শত বছরের পুরাতন রেকর্ডের রাস্তাটি অবিলম্বে খুলে দেয়ার দাবী জান তিনি। ফতইর গ্রামের বাচ্চু মিয়া বলেন, আমরা বাপ দাদার আমল থেকে এই রাস্তা চলাচল করছি। কিন্তু হঠাৎ করে রাতের আধারে দেওয়াল নির্মাণ করা হয়েছে।
স্থানীয়দের বিভিন্ন অভিযোগ অহিদ মিয়া অস্বীকার করেছেন। তবে রাস্তার উপর দেওয়াল নির্মাণের কথা স্বীকার করে বলেন, বাড়ির ভেতর দিয়ে তো রাস্তা দিয়েছি। আমার বাড়ির পর তো আর রাস্তা নেই।
চাতলপাড় ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা মো. সোহরাব হোসেন জানান, কোন ভুক্তভোগী আমাদের কাছে অভিযোগ করেনি। সরকারি রাস্তা দখলে বিষয়েও তিনি কিছুই জানেন না বলে দাবি করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মোনাব্বর হোসেন বলেন, সরকারি সার্ভেয়ার চেয়ে এক ব্যক্তি আমার অফিসে লিখিত আবেদন করেছে। দুই-একদিনের মধ্যে ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।