আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা ॥ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে শীতার্ত দুঃস্থ,অসহায় ও এতিম মাদ্রাসা ছাত্রদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। লায়নস ক্লাব অব ঢাকা নর্দানের উদ্যোগে আজ শনিবার সকালে উপজেলার গোর্কণ গ্রামের কাজীবাড়ি চত্বরে লায়নস ক্লাব অব ঢাকা নর্দানের সেক্রেটারী সৈয়দ মো. শরীফ প্রধান অতিথি হিসেবে শীতার্ত মানুষের মধ্যে এ কম্বল বিতরণ করেন। এসময় লায়নস মিসেস শাহনাজ বেগম,উত্তরা ব্যাংক কর্মকর্তা সৈয়দ সালাহ উদ্দিন মুকুল,গোকর্ণ সৈয়দ ওয়ালী উল্লাহ উচ্চ বিদ্যালয়ের সাবেক ম্যানিজিং কমিটির সভাপতি সৈয়দ মো. শাহিন,লায়নস সৈয়দ সাজ্জাদ মোর্শেদ সোহান,লায়নস সৈয়দ শামছুল আরফিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রায় দু‘শতাধিক শীতার্ত দুঃস্থ-অসহায় ও এতিম মাদ্রাসা ছাত্রের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
লায়নস ক্লাব অব ঢাকা নর্দানের সেক্রেটারী সৈয়দ মো. শরীফ জানান, লায়নস ক্লাব অব ঢাকা নর্দান জনসেবামূলক কাজ করে থাকে। অসহায় ও গরীব মানষের বিনামূল্যে চোখের চিকিৎসা,শিক্ষার্থীদের বিভিন্ন সহযোগিতা ছাড়াও ত্রাণ বিতরণসহ জনসেবামূলক কাজ তো করছেই।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।