আকতার হোসেন ভুঁইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা ॥ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র এবং আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জম্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার বিকালে উপজেলা যুবলীগ আহবায়ক মো: রায়হান আলী ভূইয়া ও যুগ্ম আহবায়ক ভানু চন্দ্র দেবের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা, বিভিন্ন ইউনিয়ন ও ওর্য়াডের নেতাকর্মীদের উপস্থিতিতে “শেখ কামাল শুদ্ধ তারুণ্যের ঋদ্ধ পুরুষ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগ আহবায়ক মো: রায়হান আলী ভূইয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন সমাজকল্যাণ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি ।
উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ভানু চন্দ্র দেবের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান রাফিউদ্দিন আহমেদ,উপজেলা আওয়ামী মহিলা লীগ আহবায়ক ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার,হরিপুর ইউপি চেয়ারম্যান মো: ফারুক মিয়া,চাপরতলা ইউপি চেয়ারম্যান মনসুর আহমেদ ভূইয়া,বুড়িশ্বর আওয়ামীলীগ সভাপতি মো: ছায়েব আলী,সাধারণ সম্পাদক মহরম আলী, ,গোয়ালনগর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি এডভোকেট জাহাঙ্গীর আলম,ধরমন্ডল ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মো: কুতুব উদ্দিন,গোর্কণ ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আমিনুল ইসলাম বেয়ায়েত,সাধারণ সম্পাদক মহিদুজ্জামান টিটু ও উপজেলা ছাত্রলীগ সভাপতি এইচ এম শুভ সিদ্দিকী ।
সভায় উপজেলা যুবলীগ নেতা আল কাউছার,জানে আলম সায়েম,জুনায়েত আহমেদ বকুল,তোফাজ্জল হোসেনসহ উপজেলা, ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।