আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা ॥ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ ও বেসরকারী উন্নয়ন সংস্থা ব্র্যাকের উদ্যোগে স্থানীয় অফির্সাস ক্লাবে অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: অভিজিৎ রায়ের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ফখরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার। সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি অসিম কুমার পাল,সাধারণ সম্পাদক লতিফ হোসেন,গুনিয়াউক ইউপি চেয়ারম্যান মো: জিতু মিয়া,সদর ইউপি চেয়ারম্যান পুতুল রানী দাস,গোকর্ণ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) সঞ্জিব কুমার দেব,প্রধান শিক্ষক আবদুর রহিম,প্রধান শিক্ষক হাবিবুর রহমান,প্রধান শিক্ষক এবিএম সালেম,সাংবাদিক সুজিত চক্রবর্তী,আকতার হোসেন ভূইয়া,এসএম বদিউর আশরাফ মুরাদ। এসময় ব্র্যাকের প্রোগ্রাম অফিসার মো: উবায়েদ উল্লাহ আল-মাসুম,এফ.ও মো: আলমগীর হোসাইন,মিশু রানী বনিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ,জনপ্রতিনিধি,ধর্মীয় নেতা,শিক্ষকগন উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্যে ব্র্যাক (টি.বি) এরিয়া সুপার ভাইজার মিঠু রঞ্জন সরকার বলেন, 'এ উপজেলায় প্রতিমাসে গড়ে ৬৫-৬৭ জন যক্ষ্মায় আক্রান্ত হচ্ছে। তাই ব্র্যাকের কর্মীরা যক্ষ্মা নিরাময়ের পাশাপাশি যক্ষ্মা নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। ব্র্যাকের মাধ্যমে বিনামূল্যে যক্ষ্মা চিকিৎসা প্রদান করা হয়।'
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক : মো. ওমর ফারুক, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।