ক্রাইম পেট্রোল ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘন করে অনৈতিকভাবে পেঁয়াজের দাম বেশি নেয়ার অভিযোগে চার ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।এছাড়া ওজনে কম দেয়ায় আরও এক মিষ্টি ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।গতকাল বুধবার বিকালে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা সদর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রথম শ্রেনীর ম্যাজিস্ট্রেট আজগর আলী। বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় ও বিক্রিকৃত পণ্যের মূল্য তালিকা না থাকায় ব্যবসায়ী সজল দেবকে ৫ হাজার, বিশু দেবকে ৫ হাজার ,মনোরঞ্জন গোপকে ১০ হাজার টাকা ও রঞ্জন গোপকে ২ হাজার টাকা করে জরিমানা করা হয় অনাদায়ে ১ মাসের কারাদন্ডের নির্দেশ দেয়া হয়।
অপরদিকে, একই বাজারে সুশীল গোপের মিষ্টির দোকানে ওজনে কম দেয়ার অভিযোগ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর আলী জরিমানার বিষয়টি নিশ্চিত করে জানান, বেশি দামে পেঁয়াজ বিক্রি করায়, বিক্রিকৃত পণ্যের মূল্য তালিকা না থাকায় এবং একটি মিষ্টির দোকানে ওজনে কম দেয়ার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এসব ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
তিনি আরো জানান, জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।