আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা ॥
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও ঘর প্রদানের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । আজ বুধবার সকাল সাড়ে ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাসিরনগর উপজেলাকে গৃহহীন ও ভূমিহীনমুক্ত এলাকা ঘোষণা করে উপজেলায় ২৫৪টি ঘরসহ সারাদেশে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন। ভিডিও কনফারেন্স ও জমি ও ঘরের দলিল-চাবি হস্তান্তর উপলক্ষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হেলেনা পারভীন,উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ,থানার অফিসার ইনচার্জ (ওসি)হাবিবুল্লাহ সরকার, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো: লতিফ হোসেন । উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিশ্বজিৎ দাসের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সোহরাব মোল্লা, চাপরতলা ইউপি চেয়ারম্যান মো. মনসুর আহমেদ ভূইয়া,সুবিধাভোগী ক্ষীরোদ চন্দ্র আচার্য্য ও চমকতারা বেগম। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ আল হ্সোাইন,মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তারসহ সরকারি কর্মকর্তা,জনপ্রতিনিধি,আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের দলীয় নেতাকর্মী,সুবিধাভোগী ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, 'সরকারের আশ্রয়ণ প্রকল্পের আওতায় মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় স্থানীয় সংসদসদস্য বিএম ফরহাদ হোসেন সংগ্রামের প্রচেষ্টায় নাসিরনগর উপজেলায় ১ম পর্যায়ে ৯১টি ঘর ২য় পর্যায়ে ৩১ জন ও ৩য় ও ৪র্থ পর্যায়ে ২৫৪ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমির দলিল ও পাকা ঘরের চাবি হস্তান্তর করা হয় এবং এ উপজেলাকে গৃহহীন ও ভূমিহীনমুক্ত এলাকা ঘোষণা করা হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।