আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা ॥“গুদামে গুদামে কৃষকের ধান,কৃষক বাঁচে,বাচেঁ প্রাণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে প্রকৃত কৃষকদের কাছ থেকে বোরো ধান ক্রয় কার্যক্রম শুরু হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে উপজেলা খাদ্য গুদামে প্রকৃত কৃষকদের কাছ থেকে বোরো ধান কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মো: ফরহাদ হোসেন সংগ্রাম এমপি।
এসময় তিনি কৃষি এবং কৃষক বাচাঁতে গুণগত মান নিশ্চিত করে প্রকৃত কৃষকদের কাছ থেকে বোরো ধান সংগ্রহের নির্দেশ দেন।
উপজেলা বোরো ধান সংগ্রহ মনিটরিং কমিটির সভাপতি উপজেলা নিবার্হী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোনাব্বর হোসেনের সভাপতিত্বে এসময় উপজেলা চেয়ারম্যান রাফিউদ্দিন আহমেদ,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবদুস সালাম,,খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সোলাইমান মিয়াসহ কৃষক,জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,নাসিরনগর উপজেলায় সরকার নির্ধারিত ২৭ টাকা কেজি, ১০৮০টাকা মণ দরে ২২৮১ মেট্রিক বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।