আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে “বিশ্ব শিক্ষক দিবস” পালিত হয়েছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে নাসিরনগর সরকারি(বালিকা) প্রাথমিক বিদ্যালয়ে র্যালি আলোচনা সভা ও অবসরপ্রাপ্ত শিক্ষক রাখেশ চন্দ্র দাসের বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি প্রভাষক রৌশন আরার সভাপতিত্বে প্রধান শিক্ষক এবিএম সালেমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: মাজাহারুল হুদা। বিশেষ অতিথি ছিলেন ম্যানেজিং কমিটির সহ-সভাপতি সাংবাদিক আকতার হোসেন ভুইয়া,ম্যানেজিং কমিটির দাতা সদস্য কাজল জ্যোতি দত্ত।অনুষ্ঠানে বক্তব্য রাখেন,সহকারী শিক্ষক মাওলানা মোয়াজ্জেম হোসাইন,সহকারী শিক্ষক কনিকা চৌধুরী, শিক্ষার্থী তাহিরা আক্তার প্রীতি ও কৌশিতি দাস প্রমুখ। অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য,শিক্ষক,অভিভাবক গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক রাখেশ চন্দ্র দাসকে বিদায়ী সংর্বধনা প্রদান করা হয়। মানপত্র পাঠ করেন ৫ শ্রেণির শিক্ষার্থী অনন্যা দত্ত।
প্রধান অতিথির বক্তব্যে সহকারী উপজেলা শিক্ষা কর্মকতা মো: মাজাহারুল হুদা বলেন, '১৯৯৫ সাল থেকে ইউনেস্কো সারা বিশ্বে ৫ অক্টোবরকে “ বিশ্ব শিক্ষক দিবস হিসেবে ঘোষণা দেয়। শিক্ষার মূল চালিকা শক্তি হলো শিক্ষক,শিক্ষক হলো সমাজ গঠনের মূল কারিগর। শিক্ষকতা একটি মহান পেশা। শিক্ষকের অনেক দায়বদ্ধতা রয়েছে।'
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক : মো. ওমর ফারুক, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।