আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা ॥ “আমাদের সমাজ আমরাই গড়ি,সুস্থ সমাজ বিনিমার্ণ করি”এই শ্লোগানকে সামনে রেখে পবিত্র ইদুল ফিতর উপলক্ষে প্রতি বছরের মত এবারও ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সুবিধাবঞ্চিত মানুষদের মধ্যে নগদ টাকাসহ ইদবস্ত্র শাড়ি ও লূঙ্গী বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার বিকালে নুরপুর বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে নূরপুর বিনির্মাণ সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে এসব ইদবস্ত্র বিতরণ করা হয়। বিনির্মাণ সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মোশের্দ জাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান রাফিউদ্দিন আহমেদ,উপজেলা নিবার্হী কর্মকর্তা মো: ইমরানুল হক ভূইয়া,সাবেক উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার,কেন্দ্রীয় কৃষকলীগের অর্থ বিষয়ক সম্পাদক আলহাজ্ব মো: নাজির মিয়া,সাবেক সদর ইউপি চেয়ারম্যান শেখ আবদুল আহাদ,সাবেক কুন্ডা ইউপি চেয়ারম্যান ওমরাও খান, সমাজসেবা কর্মকর্তা সফিউদ্দিন আহমেদ মিতুল,নুরপুর বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মনিরুজ্জামান মনির,সাবেক ছাত্রলীগ সভাপতি বশির আল হেলাল,প্রভাষক মাঈনুদ্দিন ভুইয়া শান্তু,প্রভাষক নবী হোসেন ইমন,মাওলানা জসিম উদ্দিন,প্রভাষক ইমরান হাই জাবেদ,গোকর্ণ ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মহিদুজ্জামান টিটু।
সাধারণ সম্পাদক মো: মুজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উদযাপন কমিটির আহবায়ক মোঃ সাহাব উদ্দিন শাওন। আলোচনাসভা শেষে ৮০ জন অসহায় ও সুবিধাবঞ্চিত মহিলা ও পুরুষের মধ্যে নগদ টাকাসহ শাড়ি ও লূঙ্গী বিতরণ করা হয়। পরে এক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা জসিম উদ্দিন । এসময় বিনির্মাণ সমাজ কল্যাণ পরিষদের উপদেষ্টাসহ কমিটির সদসবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।