আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা ॥ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমন্ডলে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে লায়ন্স ক্লাব অব শান্তিনগর নাভানা, ঢাকা-জেলা-৩১৫ বি-১ এর উদ্যোগে ও ধরমন্ডল জাগ্রত যুব উন্নয়ন পরিষদ,ছগির মুন্সী এন্ড জয়গুন্নেছা কল্যাণ ট্রাস্টের সহযোগিতায় এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। স্থানীয় কাউসার চৌধুরী মডেল একাডেমী প্রাঙ্গণে এই চক্ষু শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা গর্ভনর লায়ন শাহেনা রহমান। লায়ন্স ক্লাব অব শান্তিনগর নাভানার প্রেসিডেন্ট লায়ন সৈয়দ সাজ্জাদ মোর্শেদ সোহানের সভাপতিত্বে তোফায়েল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা গর্ভনর লায়ন শরীফ আলী খান,কেবিনেট ট্রেজারার লায়ন মীর শফিকুল আলম কনক,জেলা জিএমটি কো-অডির্নেটর লায়ন আশিকুজ্জামান চৌধুরী ইমন,যুগ্ম কেবিনেট সেক্রেটারী লায়ন ফিরোজ আহমেদ,লায়নস ক্লাব অব ঢাকা নর্দানের প্রেসিডেন্ট লায়ন সৈয়দ মোহাম্মদ শরীফ ও ডেন্টাল সার্জন ডা: মেসবাহ উদ্দিন চৌধুরী। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দিনব্যাপী ৫ জন দক্ষ চক্ষু চিকিৎসক দ্বারা পরিচালিত বিনামূল্যে চক্ষু শিবিরে প্রায় তিনশতাধিক নারী-পুরুষকে চক্ষু চিকিৎসা সেবা দেয়া হয়। এর মধ্যে ৯৭ জন রোগীকে চোখের ছানি অপারেশনের জন্য বাছাই করা হয়। এছাড়াও লায়ন্স ক্লাব অব শান্তিনগর নাভানা, ঢাকা-জেলা-৩১৫ বি-১ এর উদ্যোগে ধরমন্ডলে দুইশত শিক্ষার্থীদেরকে স্কুল ব্যাগ ও চক্ষু চিকিৎসা নিতে আসা নারী-পুরুষের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।