আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা ॥ আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনে জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী মোমবাতি প্রতীকের আলহাজ্ব অ্যাডভোকেট কাজী মো: ইসলাম উদ্দিন দুলাল মোটরসাইকেল শোডাউন ও পথসভা করেছেন। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদর থেকে মোটরসাইকেল শোডাউনটি বের হয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রধান প্রধান প্রদক্ষিণ শেষে উপজেলা সদরে পথসভায় মিলিত হন। এতে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সচিব ও সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব অ্যাডভোকেট কাজী মো: ইসলাম উদ্দিন দুলাল।
পথসভায় তিনি বলেন, 'জাতীয় সংসদ নিবার্চনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ও অঙ্গসহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানিয়ে সবার সহযোগিতা কামনা করেন।এসময় বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক পীরজাদা মাওলানা মুস্তাক আহমেদ আল-ওয়াইসী,বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মজলিশ শুরার সদস্য পীরে তরিকত সৈয়দ আশরাফুল আবদুল মুকাল্লিদ,বাংলাদেশ ইসলামী ফ্রন্ট উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা গোলাম মোহাম্মদ খান,সাধারণ সম্পাদক মাওলানা এম এ বাসির, বাংলাদেশ ইসলামী যুবসেনা উপজেলা শাখার সভাপতি জহিরুল ইসলাম ভূইয়া,সাধারণ সম্পাদক মাওলানা মো: মাসুদুর রহমান ভূইয়া,সাংগঠনিক সম্পাদক মুফতি মুহাম্মদ নুর আলম রেজা, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ তৌহিদুল ইসলাম খান,মো: মতিউর রহমান খান,রমজান মিয়া,মাহমুদ উল্লাহ আশরাফী,তানভীর হাসান,আমির উদ্দিন,আমানুল্লাহ শাহীন,আবদুল হাকিম,রাব্বি পাঠান,অহিদুর রহমান ও কামাল মিয়াসহ বিভিন্ন ইউনিয়ন ইসলামী ফ্রন্ট ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শোডাউনে অংশ নেয়।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।