আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা ॥“প্রশিক্ষণ পরিকল্পনা প্রস্তুতি,দুর্যোগ মোকাবেলায় আনবে গতি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আক্তার। নাসিরনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা হিমাংশু রঞ্জন সিংহের সভাপতিত্বে ফায়ারম্যান রুবেল আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ওসি তদন্ত মোঃ কবির হোসেন। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এর আগে জাতীয় পতাকা উত্তোলন ও প্যারেড প্রদর্শন করা হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ চলবে আগামী ২১ নভেম্বর পর্যন্ত ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।