আকতার হোসেন ভূইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা ॥ নাসিরনগর উপজেলার ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফের উদ্যোগে নাসিরনগর উপজেলার বিভিন্ন গ্রামের ৪ শতাধিক বন্যার্ত মানুষের মাঝে ঈদ উপহার প্রদান করা হয়েছে। আজ সোমবার বিকালে ফান্দাউক দরবার শরীফের পক্ষ থেকে বাংলাদেশ আঞ্জুমান ছাত্রমহলের সহযোগিতায় ফান্দাউক মদিনাতুল উলুম মাদ্রাসা চত্বরে চারশতাধিক পরিবারের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়। ফান্দাউক দরবার শরীফের পীর ও বাংলাদেশ আঞ্জুমানে খাদিমুল ইসলামের আমীর মাওলানা মূফতি শাহ সূফী সৈয়দ ছালেহ আহমাদ মামুন এসব ঈদ উপহার বিতরণের উদ্বোধন করেন। ঈদ উপহার বিতরণের সময়,বাংলাদেশ আঞ্জুমানে খাদিমুল ইসলামের নায়েবে আমীর ও ২য় পীরজাদা মাওলানা মুফতি সৈয়দ মইনুদ্দিন আহমাদ আল হোসাইন,সৈয়দ বাহাউদ্দিন খোকন,সৈয়দ সাইফুদ্দিন আহমাদ শিবলী,সৈয়দ আশরাফ শামীম আল হোসাইন,সৈয়দ বাকের মোস্তাফা আল হোসাইন,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ লিয়াকত আব্বাস টিপু,প্রচার সম্পাদক লতিফ হোসেন,উপজেলা যুবলীগের আহবায়ক রায়হান আলী ভূইয়া,সেচ্ছাসেবক লেিগর সভাপতি প্রভাষক নির্মল চৌধুরী,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহুল রায়, অধ্যক্ষ গৌরাঙ্গ বাবু, ইসকন মন্দিরের বলরাম বাবু, আলমগীর মেম্ব্র,ফরহাদ মেম্বার,সৈয়দ জাফর সাদেক,দেলোয়ার মিয়া,জানে আলম সায়েম ভূইয়া,শাহরাজ মেম্বার,পারভেজ মিয়া,জহিরুল ইসলাম,সৈয়দ সালমান ফার্সি,ফরছু মিয়াসহ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফের উদ্যোগে সিলেটের বন্যা কবলিত এলাকাসহ নাসিরনগর উপজেলার বিভিন্ন গ্রামে ও আশ্রয় কেন্দ্রে প্রায় চার হাজার বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী করা হয় বলে দরবার শরীফের পক্ষ থেকে জানানো হয়।
দরবার শরীফের মূখপাত্র পীরজাদা মাওলানা মুফতি সৈয়দ মইনুদ্দিন আহমাদ জানান,এই খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। এই দুযোর্গে বন্যার্তদের পাশে দাড়ানোর জন্য দরবার শরীফে ভক্ত মুরিদানসহ সবাইকে আহবান জানান।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।