আকতার হোসেন ভূইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা>>
নাসিরনগরে ফখরে বাঙ্গাল(র.)তরুণ সংগঠনের একযুগ পূর্তিতে স্মরণিকার মোড়ক উন্মোচন ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার বিকালে জেঠাগ্রাম ফখরে বাঙ্গাল(র.)তরুণ সংগঠনের উদ্যোগে শীর্তাত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং “তারুণ্যের একযুগ”নামক স্মরনিকার মোড়ক উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
“ইসলামিক ও সামাজিক উন্নয়নই আমাদের লক্ষ্য” শ্লোগানকে সামনে রেখে জেঠাগ্রাম পূর্বপাড়ায় ফখরে বাঙ্গাল(র.)তরুণ সংগঠনের সভাপতি খালেদ চৌধুরী হৃদয়ের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান রাফিউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন গোকর্ণ ইউপি চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহিন,সংগঠনের উপদেষ্টা হুমায়ুন রেজা চৌধুরী,জাহাঙ্গীর রেজা চৌধুরী,মোস্তাক আহমেদ চৌধুরী। সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি মাহমুদুল হাসান প্লাবন। সংগঠনের সাবেক সভাপতি অহিদুর রহমানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী কাওছার আহমেদ,লোকমান আহমেদ,এস এম শহীদুল্লাহ,মাওলানা মমিনুল হক ওসমানী,রিয়াজুল করিম চৌধুরী বকুল,রিপন খান, ইউপি সদস্য সায়েদা বেগম,সাবেক ইউপি সদস্য নার্গিছ আক্তার প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন ,তরুণ যুবকদের দিকে তাকিয়ে আছে এই বিশ্ব। তরুণ যুবকরা এগিয়ে আসলে সবকিছুই সম্ভব। সত্য ও ন্যায়ের পথে অবশ্যই তরুণ-যুবকদের ভূমিকা প্রশংসনীয়। অতিথিবৃন্দ ফখরে বাঙ্গাল(র.)তরুণ সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। অনুষ্ঠান শেষে শীর্তাত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ ফখরে বাঙ্গাল(র.)তরুণ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।