আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার কুন্ডা উচ্চ বিদ্যালয়ের প্রয়াত ১৬ শিক্ষক ও কর্মচারীর স্মরণে এক শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে (২৩ ফেব্রুয়ারি) কুন্ডা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয় চত্বরে ওই শোক সভার আয়োজন করা হয়।
কুন্ডা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহিদুল হকের সভাপতিত্বে সিনিয়র শিক্ষক আবদুল মান্নান ঠাকুরের সঞ্চালনায় সভায় প্রয়াত শিক্ষক ও কর্মচারীদের নিয়ে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন- নাক কান ও গলা বিশেষজ্ঞ সার্জন ডা: রোকন উদ্দিন ভূইয়া,কুন্ডা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী সংসদের সভাপতি সেলিম মোল্লা,কুন্ডা ইউপি চেয়ারম্যান এডভোকেট নাছির উদ্দিন ভূইয়া,সেভ দি চিড্রেনের কর্মকর্তা সুজনময় চৌধুরী,কুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরাইয়া জাহান,সাবেক শিক্ষক সুলতান আহমেদ রউফ, কুন্ডা উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি আবদুল জলিল ভূইয়া,সাবেক ইউপি সদস্য মো: সামছু মিয়া,শরিফুল ইসলাম,ইউপি সদস্য এখলাছ মিয়া,কুন্ডা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আবদুর রশিদ,মাসুদ চৌধুরী প্রমুখ। শোক সভা শেষে মরহুমদের আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন বিদ্যালয়ের হেড মাওলানা জসিম উদ্দিন। অনুষ্ঠানে ১৯৬৮ সাল থেকে ২০২৩ সালের এপর্যন্ত কুন্ডা উচ্চ বিদ্যালয়ের ১৩ জন শিক্ষক ও ৩ জন কর্মচারী মৃত্যুবরণ করেছেন।
শোক সভায় বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য,শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ছাড়াও প্রয়াত শিক্ষক ও কর্মচারীদের পরিবার ও স্বজনরা উপস্থিত ছিলেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।