আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি ॥ নাসিরনগর উপজেলার ঐতিহ্যবাহী গোকর্ণ সৈয়দ ওয়ালী উল্লাহ স্কুল এন্ড কলেজের প্রাক্তন ছাত্র সংগঠনের উদ্যোগে গাছের চারা বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার(১৮ জুন) সকালে স্থানীয় চৈয়ারকুড়ি বাজার প্রাঙ্গণে বিভিন্ন জাতের ২ হাজার গাছের চারা বিতরণ করা হয়।
সংগঠনের সভাপতি ও সুপ্রীম কোর্টের আইনজীবী মো: মহিউদ্দিন চৌধুরী শরীফের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ নোমানের সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বৃন্দাবন সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সৈয়দ মোহাম্মদ ছগীর। বিশেষ অতিথি ছিলেন প্রাক্তন ছাত্র সংগঠনের প্রধান উপদেষ্টা ও সাবেক উত্তরা ব্যাংক কর্মকর্তা সৈয়দ সালাউদ্দিন মুকুল,সাবেক সাধারণ সম্পাদক ও গোকর্ণ সৈয়দ ওয়ালী উল্লাহ স্কুল এন্ড কলেজের গভার্নিং বডির সভাপতি অ্যাডভোকেট মো: লিয়াকত আলী,সাবেক সাধারণ সম্পাদক মাহববুর রহমান,বিশিষ্ট ব্যবসায়ী মো: আলীরাজ, প্রাছাসের যুগ্ম-সম্পাদক মিসির উদ্দিন মাস্টারসহ সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
উল্লেখ্য,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান সঞ্জয় কুমার ভৌমিক,ডা: গৌতম সৌম, সাবেক উত্তরা ব্যাংক কর্মকর্তা সৈয়দ সালাউদ্দিন মুকুল ও গোকর্ণ সৈয়দ ওয়ালী উল্লাহ স্কুল এন্ড কলেজের প্রাক্তন ছাত্র সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মো: মহিউদ্দিন চৌধুরী শরীফ ও সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ নোমানের আর্থিক সহযোগিতায় এসব গাছের চারা বিতরণ করা হয়।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।