
আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা ॥ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় উকিল সরকার (৬৫)নামে এক বৃদ্ধা নিহত হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের দক্ষিণ সিংহগ্রামে এ ঘটনা ঘটে। নিহত উকিল সরকার দক্ষিণ সিংহগ্রামের মৃত অতুল সরকারের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, দক্ষিণ সিংহগ্রামের সুরেন্দ্র সরকারের সাথে উকিল সরকারের বাড়ি সংক্রান্ত ঘটনা নিয়ে পূর্বশত্রুতা চলছিল। শুক্রবার সকালে সুরেন্দ্র সরকারের নারিকেল গাছের শুকনা ডালা উকিল সরকারের বসত ঘরের ওপর পড়লে এ নিয়ে কথা কাটকাটির এক পযার্য়ে দুই পক্ষের মাঝে মারামারি বাঁধে। এসময় প্রতিপক্ষের আঘাতে উকিল সরকার আহত হয়। পরে তাকে নাসিরনগর হাসপাতালে নিয়ে আসার পথে উকিল সরকার মারা যায়।
এ ব্যাপারে নাসিরনগর থানার অফিসার ইনর্চাজ মোঃ সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়,সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করে জেলা সদরে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।