আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদাদা ॥ নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়নের জেঠাগ্রামে বেশ কিছু বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে।সোমবার রাতে আসামী আটক করতে গিয়ে প্রতিপক্ষের হামলায় আহত সাহাবুদ্দিন (২৫)নামে এক ব্যক্তির মৃত্যুর গুজবে প্রতিপক্ষের লোকজনের বাড়িঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।
সরজমিনে গিয়ে জানা যায়, গত ১৮ এপ্রিল উপজেলার জেঠাগ্রামের সূচীউড়ায় নাগরের গোষ্ঠি ও বড়বাড়ির গোষ্ঠীর লোকজনের মধ্যে তিতাস নদীর পাড়ে ধান মাড়াইকে কেন্দ্র করে সংর্ঘষের ঘটনা ঘটে। এতে পুলিশসহ ৬৫ জন আহত হয়। এ সংর্ঘষের ঘটনায় পুলিশ এসল্ট মামলাসহ তিনটি মামলা দায়ের করা হয়।এ পর্যন্ত ১২জনকে পুলিশ এসল্ট মামলায় গ্রেফতার ছাড়াও উভয় মামলায় বেশ কিছু আসামীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার ঘটনার রাতে প্রতিপক্ষের লোকজন পুলিশ নিয়ে আসামী ধরার জন্য সুচীউড়া গ্রামে গেলে পুলিশ যখন বাড়ির ভেতর যায় তখন রাস্তায় দাঁড়িয়ে থাকা সাহাবুদ্দিনের ওপর ইসহাক মিয়াসহ কয়েকজন হামলা চালায় একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। আহত সাহাবুদ্দিককে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে জেলা হাসপাতালে প্রেরণ করা হয়। এদিকে এলাকায় গুজব রটে আহত সাহাবুদ্দিন মারা যাওয়ার । এই গুজবকে কেন্দ্র করে প্রতিপক্ষের বেশকিছু বাড়িঘরে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত সেতু মিয়া,ইসহাক,আশিক,কামাল,কালা মিয়া,মিলন,সেলিম,টেনু মিয়া,আঃ রউফ,হাবিবুর রহমান,ছেতন আলী,মাসুক,জীবন ও লিটন মিয়ার পরিবারের লোকজন জানান,প্রতিপক্ষের লোকজন আমাদের বসতঘরে ব্যাপক ভাংচুর ও লুটপাট করে।হামলাকারীরা আমাদের গরু,ফ্রিজ,টিভি, টাকা পয়সা,স্বর্ণালস্কার লুট করে নিয়ে যায়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান প্রভাষক ছোয়াব আহমেদ হৃতুল জানান, নিহত হওয়ার গুজবে রাতে প্রতিপক্ষের বাড়িঘরে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে স্বীকার করে জানান, কে বা কার হামলা করেছে তা বলা মুশকিল। তবে পুলিশসহ আমি বেশ কিছু বাড়িঘর পরিদর্শন করে দেখেছি।
নাসিরনগর থানার পুলিশ পরিদর্শক(ওসি)মো. সাজেদুর রহমান জানান,নিহত হওয়ার গুজবে রাতে প্রতিপক্ষের বাড়িঘরে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ বিষয়ে তদন্ত চলছে।ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকে থানায় অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।