আকতার হোসেন ভূইয়া,নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা ॥
নাসিরনগরে বাঁশের সাঁকো থেকে পড়ে খালের পানিতে ডু'বে জিহাদ (১১) ও তাজিন (৭) নামে দুই শিশুর ম'র্মান্তিক মৃ'ত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবাবার সকালে উপজেলার গোয়ালনগর ইউনিয়নের মাছমা গ্রামে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আজাহারুল হক ও নিহতদের পরিবার সূত্রে জানা গেছে, উপজেলা মাছমা গ্রামের মকবুল হোসেনের ছেলে জিহাদ হোসেন ও মেয়ে তাজিন বৃহস্পতিবার সকালে নিজ বাড়ি থেকে স্থানীয় মসজিদে আরবি পড়তে যায়। ছুটি শেষে মসজিদ থেকে বাড়ি ফেরার পথে বাঁশের সাঁকো পার হওয়ার সময় পা পি'ছলে খালে পড়ে যায় বোন তাজিমা তাকে বাঁচাতে গিয়ে ঝাঁপ দেয় ভাই জিয়া। কিন্তু পানির তীব্র স্রোতের কারণে দু'জনই ত'লিয়ে যায়। কিছুক্ষণ পর স্থানীয়রা উদ্ধার করে দুইজনকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃ'ত ঘোষণা করেন।
নাসিরনগর থানার অফিসার ইনচার্জ হাবিবুল্লাহ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।