আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদাদা ॥ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পাওনা টাকাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আক্কাস আলী (৩৮) নামে এক ব্যক্তি নিহত ও ১২ জন আহত হয়েছে। আক্কাস আলী উপজেলার কুন্ডা ইউনিয়নের মহিষবেড় গ্রামের মৃত মারাজ মিয়ার ছেলে। আজ সোমবার মহিষবেড় গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৩ জনকে গ্রেফতার করেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়,উপজেলার মহিষবেড় গ্রামের হোসেন আলী ৫০ হাজার টাকা দেন একই গ্রামের রুহুল আমিনকে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে একাধিবার বাকবিতণ্ডা হয়। এর জের ধরে সোমবার সকালে ক্বারী বাড়ি ও টুকানি বাড়ির পক্ষের লোকজন বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে সংঘর্ষ বাঁধলে দেশীয় অস্ত্র নিয়ে এক পক্ষ অন্য পক্ষের ওপর হামলা চালায়।এতে আক্কাস আলীসহ প্রায় ১২ জন আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় আক্কাস আলীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আলফাজ আলী(৬০),আক্তার মিয়া(৫৫) ও আব্দুল্লাহকে(১৫) গ্রেফতার করা হয়েছে।
নাসিরনগর থানার অফিসার ইনচার্জ ওসি এটিএম আরিচুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে জেলা সদর হাসপাতালে রয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।