আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা >>
আগামী ১১ নভেম্বর সারাদেশের ন্যায় দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ১৩ টি ইউনিয়ন পরিষদ নির্বাচন। নাসিরনগরে ইউনিয়ন পরিষদ গুলোতে লেগেছে নির্বাচনী হাওয়া। শুরু হয়েছে নির্বাচনী প্রচার প্রচারণা। প্রতিদিনই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিভিন্ন ইউনিয়নে চেয়ারম্যান,সংরক্ষিত আসনের মহিলা সদস্য ও সাধারণ সদস্য প্রার্থীদের জরিমানা করছে ভ্রাম্যমাণ আদালত। এরই ধারাবাহিকতায় রবিবার দিনভর উপজেলার বিভিন্ন স্থানে ১৫ জন প্রার্থীকে এক লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাজকুমার বিশ্বাস ।
উপজেলা নিবার্হী কর্মকর্তা হালিমা খাতুন সত্যতা নিশ্চিত করেন জানান,আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সংক্রান্ত আচরণ বিধিমালা ২০১৬ এর বিধি ৩১(১) অনুসারে ১৫টি মামলায় ১৫ জন প্রার্থীকে এক লাখ দশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। নিবার্চনের পূর্ব মুর্হুত পর্যন্ত এধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।