আকতার হোসেন ভূইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা ॥ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ,মজুদ ও মূল্য স্বাভাবিত রাখতে এবং সিন্ডিকেটের মাধ্যমে যাতে কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে এ লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে নাসিরনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ফখরুল ইসলামের সভাপতিত্বে সহকারি কমিশনার (ভূূমি) মো: মোনাব্বর হোসেনের সঞ্চালনায় উপজেলা চেয়ারম্যান রাফি উদ্দিন আহমেদ,উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ আল হোসাইন ,মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার,থানার অফিসার ইনর্চাজ মোঃ সোহাগ রানাসহ স্থানীয় ইউপি চেয়ারম্যান,সাংবাদিক, বিভিন্ন বাজার কমিটির নেতৃবৃন্দ ও ব্যবসায়ীগণ সভায় বক্তব্য রাখেন। সভায় নাসিরনগরে বাজার নিয়ন্ত্রণে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভাপতির উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ফখরুল ইসলাম বলেন, নাসিরনগরে নিত্য পণ্যের মূল্য বৃদ্ধি ও কৃত্রিম সংকট রোধে সকলে মিলে কাজ করতে হবে। বাজার সিন্ডিকেট এবং কৃত্রিম সংকট রোধে উপজেলা প্রশাসন নিয়মিত মনিটরিং করবে।'
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।