আকতার হোসেন ভূইঁয়া, নাসিরনগর( ব্রাহ্মণবাড়িয়া ) সংবাদদাতাঃ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বোরো ধান ট্রাক্টর দিয়ে নেয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সং'ঘর্ষে নায়েব উল্লাহ (৪৫) নামে একজন নি'হত হয়েছে। এ ঘটনায় আ'হত হয়েছে ২০ জন।
আজ মঙ্গলবার (২৬ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের আশুরাইল ও শ্রীঘর গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। নিহত নায়েব উল্লাহ শ্রীঘর গ্রামের চাচ্চুয়াপাড়ের শানু মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের আশুরাইল গ্রামের কৃষক জালাল উদ্দিন জমি থেকে ধান তুলে বাড়ি নেয়ার জন্য মো. জুনায়েদের ট্রাক্টর ভাড়া করেন। ট্রাক্টরে ধান তোলা নিয়ে জালাল ও জুনায়েদের তর্কাতর্কি হয়। এক পর্যায়ে দুই গ্রাম থেকে লোকজন জড়ো হয়ে লা'ঠিসোটা নিয়ে সং'ঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই পক্ষের ২০ জন আ'হত হয় । আ'হত নায়েব উল্লাহকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার মৃ'ত ঘোষণা করেন । বাকী আহত ১৫ জনকে চিকিৎসা দেয়া হয়েছে।
থানার ওসি তদন্ত আসম আতিকুর রহমান নি'হতের বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং নি'হতের পরিবারে পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।