আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা ॥ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে কর্মহীন দরিদ্র,অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সকালে নাসিরনগর উপজেলা খাদ্য গুদাম চত্বরে সরকারি জিআর তহবিল থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে নিয়ম মেনে মানুষের মধ্যে ১০ কেজি চাল বিতরণ করা হয়। বিতরণ করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা নাজমা আশরাফী।এসময় উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসিএলএসডি) মোঃ সালেহ উদ্দিন,সাংবাদিক আকতার হোসেন ভুইয়াসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। চাল বিতরণকালে উপজেলা নিবার্হী কর্মকর্তা নাজমা আশরাফী করোনা ভাইরাস মোকাবেলায় করণীয় নিয়ে আলোচনা করেন। উপজেলা নিবার্হী কর্মকর্তা বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের নির্দেশনা মতে বেশির ভাগ মানুষ ঘরের মধ্যে অবস্থান করছেন। হতদরিদ্ররা কাজ করতে না পেরে খুবই সদস্যায় পড়েছে। তাই সরকারের দেয়া সহযোগিতা আমরা বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছি।খাদ্যের সমস্যা হলে আমার নম্বরে কল দিবেন। তাই ঘরে থাকুন,গণজমায়েত এড়িয়ে চলুন এবং সকলকে সরকারি সকল নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ জানান।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।