আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা ॥ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়নের বিভিন্ন গ্রামের সুবিধাবঞ্চিত অসহায় দরিদ্র মানুষের মাঝে ‘গোকর্ণ খান ফাউন্ডেশন’নামে একটি সেবামূলক সংগঠনের উদ্যোগে দুস্থ ও অসহায়দের মধ্যে ইদ উপহার বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে “মানুষের কল্যানে মানুষ” এই শ্লোগানকে সামনে রেখে গোকর্ণ গ্রামের কৃতীসন্তান জনতা ব্যাংকের সাবেক ডিজিএম মোহাম্মদ কামরুজ্জামান খান কাইয়ুমের আয়োজনে তাঁর বাড়িতে প্রতিবছরের ন্যায় এবারও পবিত্র ইদুল ফিতর উপলক্ষে তিন শতাধিক সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়। জনতা ব্যাংকের সাবেক ডিজিএম মোহাম্মদ কামরুজ্জামান খানের সভাপতিত্বে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার ইদ উপহার হিসেবে অসহায় মানুষের হাতে শাড়ি ও লুঙ্গি তুলে দেন। এসময় খান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান সৈয়দা জাহানারা হক, জয়নুজ্জামান খান,ডা: কামরুন নাহার খান,আতাউর রহমান খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইদবস্ত্র বিতরণ শেষে খান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ কামরুজ্জামান খান উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, 'এলাকার বিভিন্ন গ্রামের অসহায় দরিদ্র মানুষের মাঝে খান ফাউন্ডেশনের পক্ষ থেকে ইদ উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। তাই খান ফাউন্ডেশনের পাশিাপাশি অসহায় মানুষের পাশে এলাকার বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।'
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।