আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা >>“বঙ্গবন্ধুর দর্শন,সমবায়ে উন্নয়ন”এই প্রতিবাদ্য বিষয়কে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ৫১ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
শনিবার উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে শোভাযাত্রা,জাতীয় পতাকা ও জাতীয় সমবায় পতাকা উত্তোলন আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে সকালে উপজেলা সদরে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে জাতীয় সংগীতের মাধ্যমে উপজেলা পরিষদ অডিটোরিয়ামের সামনে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে সমবায় দিবসের উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সহকারী কমিশনার (ভূমি) মোনাব্বর হোসেনের সভাপতিত্বে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শুভ্র সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান রাফিউদ্দিন আহমেদ,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার,থানার অফিসার ইনচার্জ মো: হাবিবুল্লাহ সরকার,বীর মুক্তিযোদ্ধা কার্ত্তিক চন্দ্র দাস। স্বাাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা ফারহানা খন্দকার। এসময় সরকারি কর্মকর্তা,জনপ্রতিনিধি,উপজেলা সমবায় বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও সমবায় সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।