আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা ॥ “আমার জীবন আমার সম্পদ,বীমা করলে থাকবে নিরাপদ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। আজ বুধবার সকালে এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বীমা অধিদপ্তর ও অর্থ মন্ত্রনালয়ের সহযোগিতায় একটি র্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নিবার্হী কর্মকর্তা মো: ফখরুল ইসলামের সভাপতিত্বে সাংবাদিক আকতার হোসেন ভুইয়ার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন সমাজ কল্যান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মো: ফরহাদ হোসেন সংগ্রাম এমপি।বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, থানার অফিসার ইনর্চাজ মো: হাবিবুল্লাহ সরকার,সদর ইউপি চেয়ারম্যান পুতুল রানী দাস,উপজেলা আওয়ামীলীগ সভাপতি অসিম কুমার পাল ও সাধারণ সম্পাদক মো: লতিফ হোসেন।
সভায় স্বাগত বক্তব্য রাখেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স জনবীমার বীমার সহকারী এরিয়া ইনচার্জ মো: কামাল হোসেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিশ্বজিৎ দাস,ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স এর চীফ জোনাল ইনচার্জ দুলাল চন্দ্র সূত্রধর,বীমা কর্মকর্তা স্বরজিত দাস,আবদাল হোসেন,শামীম আহমেদ,আলিফা বেগম,জাহিদুল ইসলাম ও বীমা গ্রাহক এজেডএম ইমাম রেজা প্রমূখ। অনুষ্ঠানে জাতীয় বীমা দিবস-২০২৩ উপলক্ষে উপস্থিত গ্রাহকদের মধ্যে মেয়াদপূর্তি এবং নমীনীর মাঝে মুত্যৃর বীমার চেক বিতরণ করা হয়।
এসময় সরকারি কর্মকর্তা,জনপ্রতিনিধি,বীর মুক্তিযোদ্ধাসহ উপজেলায় কর্মরত বিভিন্ন বীমা কোম্পানীর কর্মকর্তা,মাঠ কর্মী ও গ্রাহকরা উপস্থিত ছিলেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।